যুদ্ধ নাচ

আমাদের আজকের আলোচনার বিষয় – যুদ্ধ নাচ।যা “সারা বিশ্ব জুড়ে নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

যুদ্ধ নাচ

 

যুদ্ধ নাচ

 

কল্পনাহীন যুদ্ধ নাচে কোন অস্ত্র-সস্ত্রের প্রয়োজন নাই। আন্দামানীয়গণ লড়াইয়ের পূর্বে তাদের প্রচলিত নাচ প্রথাগত ভাবে কার্যকর করে থাকে। ষোল শতাব্দী থেকে ব্রাজিলের টুপি ইন্ডিয়ানদের মধ্যে অস্ত্র-সস্ত্র ছাড়া যুদ্ধ-নাচের উদাহরণ আছে।

“Historia Navigation in Brasiliam” এর জার্মান সংস্করণে ১৫৯৩ খৃষ্টাব্দের তামার খোদাই কাজে দেখা যায় অস্ত্র ছাড়া নগ্ন যোদ্ধা দল নেতাকে ঘিরে বাঁয়ে নেচে যায়, লাউয়ের ঘটঘট শব্দের মধ্যস্থল থেকে লম্বা চরুট থেকে সে ধূয়া তাদের দিকে ফুৎকার করতে থাকে। জোরের শক্তিকে নিজেদের মধ্যে আস্তস্থ কর যদি তুমি তোমার শত্রুকে জয় করতে চাও” তারা তাদেরকে বলতে থাকে ।

যুদ্ধ-নাচে যে সমস্ত মেয়ে ও মহিলা ঘরে থাকে তাদের বদলি রূপে দেওয়া হয়। উদাহরণ স্বরূপ এই রকম নাচ উত্তর- আমেরিকা, মাদাগাস্কার এবং পশ্চিম-আফ্রিকা থেকে যোগান যায়। তারা অবিচ্ছিন্ন ভাবে রাত-দিন এই নাচ নেচে যে শক্তি অর্জন করে তা যুদ্ধ-ক্ষেত্রে যাদুভারে পরিভ্রমন করে যুদ্ধে সাহায্য করে এবং তাদের লোকজনের জীবন রক্ষা করে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

এটা সেই একই রকমের ধারণা যেটা আমরা ম্যাক্সিকান টারাহুমারাদের উর্বরা-নাচে দেখি। যদিও অস্ত্র-সস্ত্র সাধারণতঃ কল্পনাহীন নাচে ব্যবহার করা হয় না তাদের ইচ্ছা করেও বাহিরে রাখা হয় না । উত্তর-পশ্চিম আমেরিকান থমসন ইন্ডিয়ান নারীগণ তাদের সাংস্কৃতিক ভাবধারার নাচের সময় শত্রুর ভূমির দিকে লক্ষ্য করে যদি কোন স্ত্রী চুল বা চামড়া অস্ত্রের উপর দেখলে সে বুঝতে পারে তার স্বামী শত্রু হত্যা করেছে।

আর যদি তাতে এক ফোটা রক্ত এসে পরে তবে সে নিশ্চিত তার স্বামী নিহত হয়েছে। এখানে একই রকম ভাবধারার অস্ত্র-নাচের উদাহরণ অস্ট্রেলিয়ায় আছে যার সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব যদিও এটাকে কল্পনাপ্রবণ নাচের সঙ্গে গণনা করা হয়েছে।

যখন পুরুষেরা শিকারের জন্য বাইরে থাকে নারী এবং বালকেরা পিছনে থেকে বালুতে জীব জন্তুর ছবি এঁকে তাকে ঘিরে নাচতে থাকে এবং বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে এবং আর একবার এই উদাহরণে আসে আধুনিক ইউরোপ, যেখানে কয়েক হাজার বৎসর উন্নয়নের কোন ছোঁয়া লাগে নাই যার পরিধি অস্ট্রেলিয়ার প্রাচীন প্রস্তর যুগের পাশাপাশি এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতেও নরম্যান্ডির নারীগণ পবিত্র মেনহির ( স্মৃতিস্তম্ভসূচক প্রাচীন দন্ডায়মান প্রস্তর ) কে ঘিরে নাচ করত যাতে তাদের স্বামী নিরাপদে সমুদ্রযাত্রা থেকে ফিরে আসে।

 

যুদ্ধ নাচ

 

এই নাক্ষত্রিক মৌলিক প্রসঙ্গ নাচে ব্যবহারের ব্যাপারে যথাস্থানে অন্যত্র আলোচিত হয়েছে। সেখানে লক্ষ্য করা যাবে যে, সূর্য এবং চাঁদ বিষয়বস্তুর (থিম) ক্ষেত্রে ব্যক্তি বিশেষের ব্যাপারে সম্পূর্ণ কল্পনাহীন প্রয়োজনীয় প্রকাশ ।

আরও দেখুনঃ

Leave a Comment