আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য

আজকে আমরা আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো।

 

আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য

 

আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য

শুধু ভারতেই নয়, বিশ্ব সংগীতকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত । একটি সংগীত-শাস্ত্রের জটিল নিয়ম কানুন দ্বারা বদ্ধ, অপরটি সরল হৃদয় থেকে উৎসারিত- যার মধ্যে নেই কোন নিয়ম-নিষেধের বাঁধন-কষণ। অর্থাৎ, একটি প্রধানত মস্তিষ্ক প্রসূত, অপরটি হৃদয়াবেগ থেকে সৃষ্ট। এই উভয় সংগীতই জন্ম নিয়েচে বিভিন্ন কালের মানুষের নিত্য চলমান মনের নানা অভিজ্ঞতা, নানা অনভূতি ও নানা পরিবর্তন থেকে। যার ফলে বিকশিত হয়েচে সংগীত কলার বিভিন্ন শৈলী ।

 

আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য

 

সংগীতেরই একটি শাখা নত্যে। সংগীতের নানা ভাঙা-গড়ার মধ্য থেকে স্বাভাবিক নিয়মান,সারেই নাতোও এসেছে নানা পরিবর্তন। কথকলি, মণিপুরী, কথক প্রভৃতি যেমন শাস্ত্রীয় নৃত্যকলার নানা রূপভেদ : তেমন ভাঙড়া, গরবা, বনজোরা, ছৌ, রায়বেশে প্রভৃতি আঞ্চলিক লোকন তোর সংখ্যাও অসংখ্য ।

মানুষ বৈচিত্র্য প্রিয়। তাই এত বৈচিত্র্যের মধ্যেও তার মন তৃপ্তি পায় সে চঞ্চল হয়ে ওঠে আরো নতুনতর কোন বৈচিত্র্যের সন্ধানে। নিত্য ना। নতুন পরিবেশ, নতুন নতুন অভিজ্ঞতা তার মনে এনে দের নতুনত্বের উন্মাদনা। তার সন্ধানী মনে চমক দিয়ে যায় আরো নবীন কল্পনা- তার প্রকাশ ঘটে মানুষের সংজনশীল প্রতিভা সঞ্জাত রূপলোকে। আধুনিক কালের সংগীত, সাহিত্য, নাট্য, চিত্রকলা — সব কিছুরই মধ্যে আমরা অহরহ দেখতে পাই সেই নব নব উন্মেষের দীপ্তি।

 

আধুনিক নৃত্য ও তার বৈশিষ্ট্য

 

আধুনিক নৃত্য হল তেমনি আধুনিক প্রতিভার মানসিক সৃষ্টি। সাধারণ ভাবে ‘প্রাচ্য নৃত্য’ (ওরিয়েন্টাল ড্যান্স ), রবীন্দ্র নৃত্য, ভাবনত্য প্রভৃতি আধুনিক নৃত্যশৈলীর অন্তর্গত। কারণ, এগুলি আধুনিক কালের ভাবধারায় সৃষ্ট ও পষ্ট। এই আধুনিকীকরণের প্রেরণা এসেচে পাশ্চাত্ত্য থেকে। বিশ্লেষণ করলে দেখা যাবে, ভারতের শাস্ত্রীয় ও লোকন তোর বিক্ষিপ্ত প্রয়োগ যেমন এতে আছে, তেমনি পাশ্চাত্তোর প্রভাব থেকেও সে মত্ত নয় ।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিভিন্ন শৈলীর মিশ্রণ ঘটানোর জন্য শাস্ত্রীয় নৃত্যবিদরা অনেকে এই পাঁচমিশেলী আধুনিক নাতাকে প্রীতির চক্ষে দেখেন না। তাঁদের মতে : এর শিল্পের আঙ্গিক (টেকনিক) অন্য শিল্পে ব্যবহার করা অন্যায়। তাঁরা মনে করেন, আশ, প্রয়োজনের খাতিরে চোখ ধাঁধাঁনোর উদ্দেশ্য পরিপূর্তির জন্য বে ক্ষণিক আনন্দ, যার দ্বারা স্থায়ী ভাবের সঞ্চার হয় না, তাকে উন্নত শ্রেণীর নতা বলা চলে না।

আরও দেখুনঃ

Leave a Comment